বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

কবিতা

ছবি
Facebook.com/gorabasunia এ পৃথিবীর বুকে তুমি প্রস্ফুটিত সব চেয়ে সুন্দর তম ফুল, শুধু তোমা কেই দেখার জন্যে আমার হৃদয় হয় আকুল, তোমাকে সুন্দর লাগে তাই দেখি সেকি মোর কোন ভুল ? তোমার জন্যে কেঁদে কেঁদে মরে আমার পরাণ বুলবুল। শিশিরে ভেজা পাপড়ির মত ঠোট মেঘের মত নরম চুল, ফুলের চেয়েও রূপসী যে তুমি হরিণ নয়ন তোমার অতুল । তোমার রুপের আসক্তিতে ভাসে আমার হৃদয়ের দু কূল, তুমি সব চেয়ে সুবাসিত বিনোদিনী আমার বাগিচার ফুল ।

শরীর ও ভালবাসা

সামনে তখন সাজানো ডিশের মত একটা শরীর।তুমি অবিশ্বাসের এতটুকু আঁচ লাগতে দাওনি গায়ে।খুব সুন্দর ভাবেই একটা প্রলোভন সাজিয়েছিলে।মেয়েটাকে কব্জায় করার জন্য সেরকম পরিশ্রম ও করতে হয়নি তোমাকে।ভালোমানুষির মুখোস পরে নেওয়াটা ভীষণ সহজ। মানুষ সহজেই বিশ্বাস করে নেওয়ার বোকামো টা করে। তুমি সুন্দর ভাবে কথার বেড়াজাল পেতেছিল,সে নিজে থেকেই এসে ধরা দিয়েছিল।কারোর বিশ্বাস নিয়ে খেলাটা যদি বিষয় হয়ে ওঠে,তাহলে তুমি দক্ষ এ খেলায়।

আর অল্পসময়, তারপর ই তুমি যেটাকে তোমার পরিশ্রমের সফলতা ভাবছো, পেয়ে যাবে।সবটাই।সে যখন তোমাকে এতদূর বিশ্বাস করেছে,তখন অনায়েসেই তোমার কাছে তার ঝিনুকের মুক্তোর হদিশ দিয়ে দেবে।নগ্ন যে শরীর টার কথা তুমি কল্পনা করছো,সেটা আসলে ঝিনুকের খোলস টা, মুক্তো টা অন্য কোথাও সযত্নে রাখা আছে।অন্তর্বাস খুলে ফেলার তাড়াহুড়োয় তুমি হয়ত বুকের মাঝে থাকা তিলের খোঁজ নিতে ভুলে যাবে। যে স্তনে তুমি যৌনতা খুঁজে পেলে,ভুলে গেলে অবিকল সেরকমই আর একজোড়া স্তনের দুগ্ধে তুমি বড়ো হয়েছিলে।সেই স্তনের ছোঁওয়া কোনোদিনও মনে যৌনতা আনেনি,বরং তা মাতৃত্বের রূপ বলে মেনে নিয়েছিলে।

হরমোনের তীব্রতায় তুমি তার সৌন্দর্য টুকুও আকণ্ঠ পান করতে পারলে না।ঝড় কখনও শস্যের সৌন্দর্য বোঝেনা,সে শুধু নষ্ট করতে জানে।বৃষ্টি বোঝে গভীরতা। তাই সে লালন করে।তুমি ঝড় হয়ে সেই সমস্ত সৌন্দর্য কে নিংড়ে নেবে,নাকি বৃষ্টি হয়ে তাকে লালন করবে সেটা তোমার উপর..

বৃষ্টির কথাতে মনে পড়ল, তুমি যখন সেই নারীর লজ্জার শেষ আভরণ টুকু কেড়ে নিলে,যখন তোমার সামনে তার সমস্ত গোপনীয়তা খুলে রাখল, তখন তোমার অন্তিম চাহিদাটাও স্পষ্ট হয়ে গেছে,তখন যে তোমার সামনের মানুষ টার চোখেও বৃষ্টি ধরা পড়েছিল,তুমি খেয়াল করোনি।সেই বৃষ্টিও লালন করে,তার ভালোবাসাকে,তার বিশ্বাস কে। শারীরিক মিলনের শেষ ধাপ টুকু পেরিয়ে, তুমি ভাবলে পাওনা মিটে গেল, তখন ভেবে দেখেছো তুমি কতটা অন্তঃসার শূন্য। তোমার কাছে পাওয়ার আর কিছু নেই।অথচ ওই মেয়েটাকে দেখো,কত তৃপ্ত। তাকে জড়িয়ে ধরতে চাইলে,সে তখনও তোমাকে টেনে নেবে।তার এখনও পাওয়ার অনেককিছু আছে।কারণ,তুমি শরীর খুঁজেছিলে, সে ভালোবেসেছিল।

যদি তুমি ভালোবাসতে তাহলে,তুমি ওই বুকের মাঝের ওই তিলটা দেখতে পেতে, নিজেকে উজাড় করে দেবার ওই চোখের বৃষ্টি টা তোমার দৃষ্টি এড়াতো না।তুমিও লালন করতে পারতে,একটা ভালোবাসা।মিলনের শেষে তোমার অনুভূতি টাও প্রাপ্তির হত।তাকে বুকে টেনে নিয়ে তুমিও নিশ্চিন্ত হতে পারতে।

ভেবে দেখো ঝড় হয়ে শেষ হবে নাকি বৃষ্টি হয়ে পরিপূর্ণ..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবাসার কবিতা

নষ্ট হবে

এত হাসি কোথায় পেলে