বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

কবিতা

ছবি
Facebook.com/gorabasunia এ পৃথিবীর বুকে তুমি প্রস্ফুটিত সব চেয়ে সুন্দর তম ফুল, শুধু তোমা কেই দেখার জন্যে আমার হৃদয় হয় আকুল, তোমাকে সুন্দর লাগে তাই দেখি সেকি মোর কোন ভুল ? তোমার জন্যে কেঁদে কেঁদে মরে আমার পরাণ বুলবুল। শিশিরে ভেজা পাপড়ির মত ঠোট মেঘের মত নরম চুল, ফুলের চেয়েও রূপসী যে তুমি হরিণ নয়ন তোমার অতুল । তোমার রুপের আসক্তিতে ভাসে আমার হৃদয়ের দু কূল, তুমি সব চেয়ে সুবাসিত বিনোদিনী আমার বাগিচার ফুল ।

কিছু অপ্রিয় সত্যি কথা

এই মসজিদ, মন্দির কি অপূর্ব জায়গা ?
এখানে গরীব মানুষ বাইরে আর ধনী
ব্যক্তি ভিতরে ভিক্ষা চায় !!!
বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য !!
বরযাত্রার সময় বর সবার পিছনে
থাকে,,,আর সমস্ত মানুষ আগে আগে
যায় !!
শ্মশান যাত্রায় মৃতদেহ সবার আগে থাকে !
আর মানুষজন পিছনে !!
সমস্ত দুনিয়া সুখের দিনে আগে থাকে
আর দুঃখের দিনে পিছনে !!
অপূর্ব তুমি স্রষ্টা! আর অদ্ভুত তোমার
লীলা !!
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্মরণ
করা হয় !!
মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা
হয় !!
সারাটা জীবন বোঝা বইল
দেওয়ালের পেরেক টা !
আর মানুষ সুনাম করল পেরেকে
টাঙ্গানো ছবিটার !!
যে নুনের মতো তিতকুটে জ্ঞান
দেয়,সেই আসল বন্ধু হয় !
মিষ্টি কথার আড়ালে থাকে চতুর
অভিসন্ধির ভয় !!
ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে
কখনোই পোকা ধরেনি !!
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা !
পিঁপড়েরাও ছাড়েনি !!
সঠিক পথে মানুষ চলতেই চায়না ! আর
বাঁকা পথে সবাই যেতে চায় !!
এই কারণেই মদ বিক্রেতা কে কোথাও
যেতে হয়না !
দুধ বিক্রেতাকে পাড়ায়
পাড়ায়,লোকের দরজায় দরজায় যেতে
হয় !!
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল
মেশাননিত !!
আর মদ নিজে হাতে জল মিশিয়ে খাই !!
একই গ্রন্থাগারে গীতা আর কোরান
একসাথে থাকে ! নিজেদের মধ্যে
কখনোই লড়াই করেনা !!
যারা এদের নিয়ে লড়াই করে ? তারা
গীতা আর কোরান কোনদিন ও পড়েনা !!
আজ পর্যন্ত মানুষকে এইটুকুই বুঝলাম !
তাকে জানোয়ার বললে ক্ষেপে যায় !
সিংহ বললে খুশি হয় !!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবাসার কবিতা

নষ্ট হবে

এত হাসি কোথায় পেলে