বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

কবিতা

ছবি
Facebook.com/gorabasunia এ পৃথিবীর বুকে তুমি প্রস্ফুটিত সব চেয়ে সুন্দর তম ফুল, শুধু তোমা কেই দেখার জন্যে আমার হৃদয় হয় আকুল, তোমাকে সুন্দর লাগে তাই দেখি সেকি মোর কোন ভুল ? তোমার জন্যে কেঁদে কেঁদে মরে আমার পরাণ বুলবুল। শিশিরে ভেজা পাপড়ির মত ঠোট মেঘের মত নরম চুল, ফুলের চেয়েও রূপসী যে তুমি হরিণ নয়ন তোমার অতুল । তোমার রুপের আসক্তিতে ভাসে আমার হৃদয়ের দু কূল, তুমি সব চেয়ে সুবাসিত বিনোদিনী আমার বাগিচার ফুল ।

গল্প

- রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।
- নজরুল তো বেশি পড়তেই পারলেন
না।
- লালন তো বুঝলই না স্কুল কি
জিনিস?
অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে
গবেষণা
করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
- আন্ড্রু কার্নেগীকে তো ময়লা
পোশাকের
জন্য পার্কেই ঢুকতে দেয় নি।
অথচ ৩০ বছর পরে উনি পুরো
পার্কটিই কিনে
ফেলেন, আর সাইনবোর্ড লাগিয়ে
দেন
“সবার জন্য উন্মুক্ত”।
.
- স্টিভ জবস, শুধু মাত্র ১ দিন ভাল
খাবারের
আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে
গির্জায়
যেতেন।
- ভারতের সংবিধান প্রণেতা বাবা
আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু
ছিলেন বলে
স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস
করতেন।
কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের
পর
মেইল
হেঁটে পরীক্ষা দিয়েছেন।
.
-সুন্দর চেহারা অথবা শারীরীক
সুন্দর্যের
কথা ভাবছেন?
শেখ সাদী (র) এর চেহারা যথেষ্ট
কদাকার
ছিল, লতা মুংগেস্কারের চেহারাও
মোটেই
সুশ্রী নয়। নেপোলিয়ন বেটে ছিলেন।
আর
শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো
জানাই
আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও
হাত ছিল
অসাভাবিক ভাবে বড়।
.
-স্মৃতি শক্তির কথা ভাবছেন?
আমরাতো জানিই যে আইনস্টাইন
নিজের
বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে
রাখতে পারতেন না।
আমার বিশ্বাস কোন কিছুই মানুষের
উন্নতির পিছনে বাঁধা হতে পারে না।
যদি
কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায়ই তাহলে
তা
হচ্ছে আপনার ভিতরের ভয়। ভয়কে
দূরে
রেখে জয় করা শিখুন সাফল্য ধরা
দিবেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবাসার কবিতা

নষ্ট হবে

এত হাসি কোথায় পেলে