বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

কবিতা

ছবি
Facebook.com/gorabasunia এ পৃথিবীর বুকে তুমি প্রস্ফুটিত সব চেয়ে সুন্দর তম ফুল, শুধু তোমা কেই দেখার জন্যে আমার হৃদয় হয় আকুল, তোমাকে সুন্দর লাগে তাই দেখি সেকি মোর কোন ভুল ? তোমার জন্যে কেঁদে কেঁদে মরে আমার পরাণ বুলবুল। শিশিরে ভেজা পাপড়ির মত ঠোট মেঘের মত নরম চুল, ফুলের চেয়েও রূপসী যে তুমি হরিণ নয়ন তোমার অতুল । তোমার রুপের আসক্তিতে ভাসে আমার হৃদয়ের দু কূল, তুমি সব চেয়ে সুবাসিত বিনোদিনী আমার বাগিচার ফুল ।

বর্ষার দিনে

এমন দিনে তারে বলা যায় 
          এমন ঘনঘোর বরিষায় - 
এমন মেঘস্বরে          বাদল-ঝরঝরে 
          তপনহীন ঘন তমসায়।। 

          সে কথা শুনিবে না কেহ আর, 
          নিভৃত নির্জন চারি ধার। 
দুজনে মুখোমুখি          গভীর দুখে দুখি, 
          আকাশে জল ঝরে অনিবার - 
          জগতে কেহ যেন নাহি আর।। 

          সমাজ সংসার মিছে সব, 
          মিছে এ জীবনের কলরব। 
কেবল আঁখি দিয়ে          আঁখির সুধা পিয়ে 
          হৃদয় দিয়ে হৃদি-অনুভব - 
          আঁধারে মিশে গেছে আর সব।। 

          বলিতে ব্যথিবে না নিজ কান, 
          চমকি উঠিবে না নিজ প্রাণ। 
সে কথা আঁখিনীরে          মিশিয়া যাবে ধীরে, 
          বাদলবায়ে তার অবসান - 
          সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ।। 

          তাহাতে এ জগতে ক্ষতি কার 
          নামাতে পারি যদি মনোভার! 
শ্রাবণবরিষনে          একদা গৃহকোণে 
          দু কথা বলি যদি কাছে তার 
          তাহাতে আসে যাবে কিবা কার।। 

          আছে তো তার পরে বারো মাস - 
          উঠিবে কত কথা, কত হাস। 
আসিবে কত লোক,          কত-না দুখশোক, 
          সে কথা কোনখানে পাবে নাশ - 
          জগৎ চলে যাবে বারো মাস।। 

          ব্যাকুল বেগে আজি বহে বায়, 
          বিজুলি থেকে থেকে চমকায়। 
যে কথা এ জীবনে          রহিয়া গেল মনে
          সে কথা আজি যেন বলা যায় 
          এমন ঘনঘোর বরিষায়।। 


(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবাসার কবিতা

নষ্ট হবে

এত হাসি কোথায় পেলে